ইমোশনাল ফেসবুক ক্যাপশন, বাংলা ক্যাপশন, ছন্দ, ও কবিতা

মানুষ জীবন চলার পথে অনেক ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় দুঃখে কষ্টে ভরা জীবন নিয়ে এগিয়ে যেতে হয়। এই দুঃখ কষ্ট নিয়ে জীবন, মনে থাকা কষ্ট গুলো জন্য মানুষ অনেক সময় ইমোশনাল হয়ে পড়ে। তাই অনেকে নিজের ইমোশনাল প্রকাশ করার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মনের ভাব প্রকাশ করতে চায়। আজকে এই পোস্টে ইমোশনাল বাংলা ক্যাপশন স্ট্যাটাস তুলে ধরা হয়েছে। এগুলো আপনারা আপনার ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবেন

মানুষের জীবনে ইমোশনাল বিষয়টা খুবই স্বাভাবিক। প্রত্যেক মানুষের মধ্যে ইমোশনাল বিষয়টা রয়েছে। কিছু মানুষ খুব অল্পতে ইমোশনাল হয়ে পরে। আবার কিছু মানুষ আছে অন্যের কষ্টে ইমোশনাল হয়ে পড়ে। ইমোশনাল হয়ে গেলে মানুষ স্বাভাবিক অবস্থায় থাকে না তখন নিজেকে অনেক অসহায় মনে হয়। নিজের অজান্তেই অনেক কিছু করে বসে । মানুষের জীবনে কষ্ট আসবেই এটা মেনে নিতে হবে। তাই মনকে শক্ত রেখে নিজেকে গড়তে হবে।

ইমোশনাল ফেসবুক ক্যাপশন

মানুষের মাঝে ইমোশনাল থাকে কিন্তু এই ইমোশনাল কে যদি অদিক পর্যায়ে চলে যায় তখন নিজের কাজে আর মন বসে না। জীবনে সকলকে কাজ করতে হয় তাই ইমোশনাল কে প্রশ্রয় না দিয়ে নিজের কাজে গুরুত্ব দিন তাহলে নিজেকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

আপনারা অনেকেই ফেসবুকে ইমোশনাল পোস্ট করতে চান। তাই আজকে এই পোস্টটি আপনাদের জন্য বাছাই করা ইমোশনাল পোস্ট নিয়ে হাজির হয়েছি। এগুলো আপনার আপনার ফেসবুকে পোস্ট করে নিজের ইমোশনাল প্রকাশ করতে পারবেন। ইমোশনাল ক্যাপসন গুলো নিচে দেয়া হয়েছে।

১। যেকোন জিনিস ভাঙলে শব্দ হয়,. কিন্তু, মন ভাঙলে শব্দ হয়না।

২। ছোট্ট স্বপ্নঃ আরে বোকা বিশ্বে অনেক বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন যারা তোমার মত পাগল ছিল । আমাকে বাঁচাও! আমি প্রমান করবো তুমিও সেই ব্যক্তিত্ববানদের মত একজন হতে পারো।
আমিঃ ওকে তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে। আজ থেকে ছোট্ট তোমাকে ঘিরেই আমার নতুন স্বপ্ন ।

৩। আজ কষ্ট সৃতির পাতায় আমি খুঁজি সেই দিন গুলো
যে খানে আমার ভালোবাসা শুধু তোমার জন্য ছিলো
তোমার জন্য সাজানো ছিলো আমার প্রতিটি দিন
আজ নেই তুমি তাই আমি স্বপ্ন হীন ।

৪ কোনও মানষই চায়না কাউকে ভুলে যেতে। কিন্তু সময় ভুলিয়ে দেয়
কোনও মানষই চায়না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়।

৫। একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না
তারপরও বুকে কষ্ট হলে, দুটি চোখ দিয়েই কিন্তু জল ঝড়ে।

৬। যেকোন জিনিস ভাঙলে শব্দ হয়..,, কিন্তু, মন ভাঙলে শব্দ হয়না।
তাইতো যার মন ভাঙে্গ, সেই একমাত্র বুঝে মন ভাঙ্গার ব্যাথা কত।

ইমোশনাল ফেসবুক ক্যাপশন

৭। কিছু কিছু মানুষ এতটাই আপন হয় যে..মাঝে মাঝে ভয় হয় আমাকে ছেড়ে গেলে আমার কি হবে।

ইমোশনাল ক্যাপশন বাংলা

অনেকেই ইমোশনাল বাংলা ক্যাপশন খোঁজ করে থাকেন। তাই আজকে আপনাদের জন্য ইমোশনাল বাংলা ক্যাপশন নিয়ে হাজির হয়েছি। এই ক্যাপশনগুলো আপনারা ফেসবুকে পোস্ট করতে পারবেন।

১। যখন ছোট ছিলাম, সব ভুলে যেতাম,,, সবাই বলতো “মনে রাখতে শেখো “
বড় হলাম, কিছু ভুলিনা এখন। কিন্তু দুনিয়া বলছে “ভুলে যেতে শেখো “

২। হাতে একটা আইসক্রিম, মাথার উপরে বৃষ্টির ফোটা । নিঃসঙ্গ আমিতে সঙ্গিনী বৃষ্টি । একা হাটতে ভালোই লাগছে । কারো শুন্যতা অনুভব করছি নাহ। অনুভব করছি বেঁচে থাকার অদম্য ইচ্ছা টাকে। যাহা ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছে।

৩। অনেক রাত, শুন্য আমি , এখন আর অপেক্ষার প্রহর গুনতে হয় নাহ!!

৪। এই আমি ,আর আমি নেই। পশ্চাতে স্মৃতি গ্রাস করেছে আমায় ,

৫। বলবো না তুমি ফিরে আসো
চাইবো না আমি কোন ভালোবাসার অধিকার
বলবো তুমি ভালো থাকো
সুখের নীড়ে হোক তোমার বসবাস ।

৬। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য…..কোন না কোন মানুষের কাছে ১বার ঠকে যাওয়া টা খুব দরকার।

ইমোশনাল ক্যাপশন বাংলা

৭। কিছু কিছু মানুষ এতটাই আপন হয় যে…. মাঝে মাঝে ভয় হয় আমাকে ছেড়ে গেলে আমার কি হবে।

ইমোশনাল কথা

নিজের ভাগ্যকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে জীবন। কোন মানুষ চাযনা প্রিয়জন ভুলে যেতে হয়তো এমন পরিস্থিতি আসে তখন ভুলে যেতে হয়। আর এই কারণে নিজের মধ্যে ইমোশন তৈরি হয়। কিছু কথা আছে অন্যকে বলা যায় না নিজের মধ্যে রেখে দেয়া হয়। অনেকেই আছে ইমোশনাল কথা পড়তে পছন্দ করে এবং ফেসবুকে স্ট্যাটাস দিতে পছন্দ করে। তাই আজকের এই পোস্টে কিছু ইমোশনাল কথা তুলে ধরা হয়েছে। আশা করে এগুলো আপনাদের কাছে ভালো লাগবে।

১। একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না
তারপরও বুকে কষ্ট হলে,,,দুটি চোখ দিয়েই কিন্তু জল ঝড়ে।

২। কোন মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের! কিন্তু,,,,,
তার চেয়েও অনেক অনেক গুন বেশি কষ্টের হলো-
সে আসবেনা জেনেও তার জন্য অপেক্ষা করা।

৩। কাঁদছি আমি কত রাত তোমার কথা ভেবে
সৃতির পাতায় আজও তুমি অভিমানী এক মেয়ে
আসোনা ফিরে তুমি আজ সব অভিমান ভুলে
সত্যি আর পারছি না তোমার সৃতির সাথে
যুদ্ধ করে একা আমি থাকতে ।

৪। তুমি দুরে চলে যাচ্ছ…আমি বাধা দিবনা।।
তুমি আমাকে ভুলে যাও,,,,, কিন্তু আমাকে ভুলে যেতে বলুনা।

৫। কিছু কিছু মানুষ এতটাই আপন হয় যে. মাঝে মাঝে ভয় হয় আমাকে ছেড়ে গেলে আমার কি হবে।

ইমোশনাল কথা

৬। আমার প্রতিটি নিঃশ্বাস প্রমাণ করে যে
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি।

৭। একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না
তারপরও বুকে কষ্ট হলে,,, দুটি চোখ দিয়েই কিন্তু জল ঝড়ে।

ফেসবুক ক্যাপশন বাংলা

আজকের এই পোস্টে ফেসবুক ক্যাপশন বাংলা তুলে ধরা হয়েছে। এই ক্যাপশনগুলো বাছাই করা যা আপনি পড়লে আপনার কাছে ভালো লাগবে। এই ক্যাপশনগুলো আপনি আপনার ফেসবুকে স্ট্যাটাস হিসেবে দিতে পারবে। ক্যাপশন গুলা নিচে দেয়া হয়েছে সংগ্রহ করে নিন।

১। স্বপ্ন ভেঙ্গে গেছে তো কি হয়েছে? স্বপ্ন আবার দেখো, মনের মানুষ চলে গেছে তো কি হয়ছে? মনের দরজা খুলে আবার বসে থাকবো, কেউ না কেউ তো আসবে আমার জীবনে, ভালোবাসার কথা বলবে আমাকে।

২। ফেসবুক আর আগের মতো নাই, তাই কোন পোষ্ট করিনা।

৩। প্রেম এমন একটা জিনিস যা অন্যকে দেখলে হিংসা হয় – নিজে করলে জন্মের শিক্ষা হয়

৪। যে তোমাকে আজ অবহেলা করছে। ধৈর্য ধরো একদিন। তোমাকে তার প্রয়োজন হবেই।

৫। কপাল তাদের বেশি খারাপ হয়। যারা অল্পতে মানুষ কে বিশ্বাস করে ফেলে।

৬। এক জনের কথা আরেক জনের সাথে না লাগিয়ে। গাছ লাগান পরিবেশ বাচান।

৭। জীবনে উন্নতি করার গোপন সূত্র হল কাজ শুরু করা।।

ইমোশনাল ছন্দ

অনেকেই আছে ইমোশনাল ছন্দ পড়তে ভালবাসে ও ফেসবুকে স্ট্যাটাস দিতে চায়। ইমোশনাল ছন্দগুলো আজকের এই পোস্টে তুলে ধরা হয়েছে এগুলো অবশ্যই বাছাই করা ছন্দ। এ ছন্দ গুলো আপনারা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে অন্যদেরও জানেতে পারবেন।

১/
কষ্টের সাথে যাদের বসবাস, রাতটা তাদের জন্য যে কি কষ্টের সেটা শুধুই তারা জানে । সারাদিন কষ্ট গুলো বুকের মাঝে চেপে রাখলেও রাতে যেনো কোনো ভাবেই ঠেকানো যায় না । বুক ফেটে কষ্ট গুলো বের না হলেও, চোখ দিয়ে বের হয়ে আসে অশ্রু ।

২/
যদি জানতাম জীবনের সব চাওয়া
পুরন হয় না,তাহলে কখনো তোমাকে
চাইতাম না কারন, আজ তোমাকে
পাওয়ার চেষ্টায়
নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি

৩/
আমি হাসি মুখে কথা বলি,
সবার সাথে মিশে চলি,
দুঃখ পেয়ে গোপন রাখি,
সবাই ভাবে আমি সুখি,
আসলে সুখি আমি নয়……
আমার জীবন টা সুখের অভিনয়

৪/
আজ নিজে নিজে নীরবে কাঁদছি
যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে
তবে সত্য বলতে কি জানো আমি
তোমাকে আজও ঠিক আগের মতই ভালোবাসি

ইমোশনাল কবিতা

কিছু ইমোশনাল কবিতা আপনাদের মাঝে তুলে ধরা হলো। আশা করি এই কবিতাগুলো আপনারা উপভোগ করবেন। কবিতাগুলো নিচে দেওয়া হয়েছে সংগ্রহ করে নিন।

১/
তোমার জন্য আমি
আর কাঁদি না। কাঁদলেও
চোখের পানি ঝরে না,
চোখের পানি ঝরলেও
কষ্ট হয়না, কষ্ট
হলেও আমি আর
তোমাকে ভালোবাসি না ।
ভালবাসলেও তোমাকে
বলবো না, জানি
বললেও তুমি শুনবেনা,
শুনলেও তোমার কিছুই
আসে যায় না। কারণ
আমি আজ নিঃস্ব,
বড়ই নিঃস্ব। ?

২/
আমিতো এখনো তোমায়
ভালোবাসি……. …..
আমি সুখে নেই, তাতে
কি? তোমার সুখেইতো
আমি সুখী,
অভিমানী বুঝলেনা
তুমি……
তাইতো চলে গেলাম
দূরে……. তোমাকে ভালো
রাখতে গিয়ে………….

৩/
আমি জানি তুমি ভালো নাই, তুমি ভালো থাকতে পারো না কারণ,আমি তোমাকে ক্ষমা করে দিলেও আমার প্রতিটা দীর্ঘশ্বাস আর একেক ফোঁটা চোখের পানি তোমাকে কখনোই ক্ষমা করবে না এটা আমার অভিশাপ নাহ, এটা প্রকৃতির হিসাব।কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না ।

৪/
জানি না আজ আমার কি হয়েছে, শূন্য মনের গহীন অতলে এক ঝড় উঠেছে !ভিষন ভাবে তোমাকে মনে পড়ছে, তোমার কথা ভাবতেই জল এলো দু‘চোখের কোনে !কেমনে বলবো আমি-একটু খানি ভালোবাসি তোমায় ! সেই সাধ্য দেওয়া হয়নি আমায় !তবুও কেনো জানি তোমাকে অনেক ভালোবাসি

শেষ কথা

আশা করি আপনাদের মাঝে আজকের এই পোস্টটি তথ্যবহুল হিসেবে তুলে ধরতে পেরেছি। আজকের পোষ্টে আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে,ইমোশনাল ফেসবুক ক্যাপশন, বাংলা ক্যাপশন, ছন্দ, ও কবিতা তুলে ধরার। যদি আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভাল লেগে থাকে। তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment