মৃত্যু নিয়ে উক্তি, ইসলামিক বাণী, স্ট্যাটাস ও কবিতা

পানির অপর নাম যেমন জীবন, তেমনি জীবনের অপর নাম মৃত্যু। একটি মানব, শিশু থেকে ধীরে ধীরে বড় হয় । বড় হওয়ার সাথে সাথে এটাও জেনে নেয় জীবন কি আর মৃত্যুই বা কি। শিশুকাল, শৈশবকাল, মৃত্যু বিষয় অতটা টা গুরুত্ব মনে হয় না । কিন্তু যখন বুঝার মত বয়স হয় তখন মৃত্যু বিষয়টা নিজের কাছে অতি সহজ হয়ে যায়। মৃত্যু কথাটা সকলের জন্য নির্ধারিত, মানুষ মরণশীল মৃত্যুবরণ সকল প্রাণীর জন্যই প্রাপ্য।

কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। আমাদের সামনে এই যে উন্নত প্রযুক্তি। এই উন্নত প্রযুক্তি কখনোই আমাদের মৃত্যুকে আটকে রাখতে পারবে না। কিন্তু আমরা মৃত্যুকে ভুলে থেকে এই উন্নত প্রযুক্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। মৃত্যুর কথা স্মরণে আনি না। মৃত্যুর কথা স্মরণ থাকলে সকল পাপ কাজ থেকে দূরে থাকা যায়। তাই আমরা যে কাজই করি না কেন মৃত্যুর কথা সবসময় মনে রাখব। কারণ মৃত্যু আপনাকে আপনার আসল জীবনে নিয়ে যাবে।

মৃত্যু নিয়ে ইসলামিক বাণী

আখিরাত, মানুষের মৃত্যুর পর তার আসল ঠিকানা হচ্ছে আখিরাত । আখিরাতে মানুষের পুনরুত্থান হয়। আখিরাত আমাদের সকলকে বিশ্বাস করতে হবে। আখিরাতে হচ্ছে মানুষের আসল জীবন, আখেরাতে কখনো মৃত্যু হয় না । দুনিয়ার জীবন কিছুদিনের জন্য আর আখেরাতের জীবন শেষ নেই। তাই সৎ কর্মের ফল জান্নাত আর অসৎ কর্মের ফল জাহান্নাম।

তাই আমরা যে কাজই করো না কেন আল্লাহ তাআলার পথে ফিরে আসবো।আমাদের সকলের নৈতিক কর্তব্য আল্লাহ তাআলার হুকুম পালন করা ও আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলার হুকুম পালন করলেই পরকালে শান্তি পাওয়া যাবে।

মৃত্যু নিয়ে ইসলামিক উক্তি

মৃত্যু নিয়ে ইসলামিক বাণী আছে। আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে ইসলামিক বাণী ভোলা তুলে ধরা হলো। বাণী গুলো নিচে থেকে সংগ্রহ করে নিন।

১। মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকবে, মৃত্যুর দূত তোমার ঘরের কাছে দাঁড়াইয়া আছে ; তাহার ডাক দেওয়ার পর আর প্রস্তুত হইবার অবসর পাইবে না।
-হযরত আলী ( রাঃ)

২। আর যদি না করো তাহলে তোমার অন্তরকে শত শত পেরেশানি দিয়ে বর্তী কোরিয়া দিবো দরিদ্রতাও দূর করিবোনা”
-হাদিসে কুদসী

৩। আল্লাহর সাথে সাক্ষাতের আগ পর্যন্ত ইমানদারের কোনো স্বস্তি নেই।”
-আবদুল্লাহ্ ইবনু মাস‘উদ ( রাঃ )

৪। সে কী পেলো যে আল্লাহকে হারালো ? সে কী হারালো যে আল্লাহকে পেলো?”
-ইবনু আতা’আল্লাহ আল ইসকান্দারি (রাহিমাহুল্লাহ)

৫। প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে । আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি । আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে ।
-সূরা আম্বিয়া, আয়াতঃ ৩৫

৬। আল্লাহই তোমাদের জীবন দান করেছেন। তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। আবার তিনিই তোমাদেরকে পুনরুত্থিত করবেন। তারপরও মানুষ অতি-অকৃতজ্ঞ ।
-সূরা হাজ্জ, আয়াতঃ ৬৬

মৃত্যু নিয়ে কিছু উক্তি

মানুষ মরণশীল মানুষকে মরতে হবে এটাই বাস্তবতা। এ বাস্তবতা সকলকে মেনে নিতে হবে। মানুষ চাইলেও এটি আটকে রাখতে পারে না। প্রিয়জনকে বিদায় জানিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে সকলকেই। তাই জীবন নিয়ে বড়াই করা উচিত নয়। সকলের সাথে মিশে থাকা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমাদের এই দায়িত্ব ভুলে যাওয়া চলবে না। আমরা একে অপরকে সাহায্য করবো সকলের সাথে মিলেমিশে থাকব।

১। মৃত্যু একটি জীবনকে ধ্বংস করতে পারে একটি সম্পর্ককে নয়।
-মিচ আলবম

২। পুরুষের মতো বাঁচতে যদি মরতে হয় তবে মরে কী ক্ষতি?

৩। মৃত্যু বড়ই সহজ যা নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়।

৪। মৃত্যু সবচেয়ে বড় ক্ষতি নয় বড় ক্ষতি হয় তখন যখন কেউ বেচে থেকেও মরে যায়।
– নরমান কাজিন্স

মৃত্যু নিয়ে কিছু উক্তি

৫। যে মানুষ মারা যাচ্ছে তার উপর কোনো রাগ কোনো ঘেন্না থাকা উচিত নয়।”

মৃত্যু নিয়ে ফেসবুক স্ট্যাটাস

আপনারা যারা মৃত্যু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে চান তাদের জন্য আজকের এই পোস্ট। আজকের এই পোস্টে মৃত্যু নিয়ে বাছাই করা কিছু স্ট্যাটাস আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। স্ট্যাটাস গুলো নিচে দেয়া হল সংগ্রহ করে নিন।

১। এমনভাবে জীবন যাপন করো যেন কখনো মরতে হবে নাহ, আবার এমনভাবে মরে যাও যেন কখনো বেচেই ছিলে নাহ।
– শেখ সাদি

২। কারও পক্ষে গর্বের সাথে মৃত্যুবরণ করা উচিত যখন গর্বের সাথে বাঁচা আর সম্ভব হয় না।” -ফ্রিডরিচ নিটশে

৩। মৃত্যু একটি জীবনকেই শেষ করে, সম্পর্ক নয়।”
-মিচ এলবাম

৪। আমরা জন্মাই অতৃপ্তি নিয়ে, মারাও যাই অতৃপ্তি নিয়ে।
-সাইরাস

মৃত্যু নিয়ে ফেসবুক স্ট্যাটাস

৫। আমি মনে করি, মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন । এটি জীবন থেকে পুরনো ও সেকেলে জিনিস থেকে মুক্ত করে।
-স্টিভ জবস

মৃত্যু নিয়ে ক্যাপশন

আজকের এই পোস্টের মাঝে আপনাদের মাঝে তুলে ধরেছি মৃত্যু নিয়ে বাছাই করা কিছু ক্যাপশন। আপনাদের প্রয়োজনে আসতে পারে। এই ক্যাপশনগুলো আপনারা করে অনেক কিছু জানতে পারবেন। ক্যাপশন গুলা লিখে দেওয়া হয়েছে সংগ্রহ করে নিন।

১। কিছু মানুষের মৃত্যু আপনার পুরো পৃথিবী কে শুন্য বানিয়ে দিতে পারে।
-আলফন্সি ডি ল্যামারটাইন্স

২। মৃত্যু বড়ই সহজ যা নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়।

৩। মানুষের মৃত্যু হলে সে পচে যায় আর জীবন থাকলে প্রতি নিয়তই বদলায়।
-মুনির চৌধুরী

৪। আপনার জীবনে আনন্দ যেমন হঠাৎ করেই আসে তেমনি মৃত্যুও একদিন হঠাৎ করেই চলে আসবে।
– ওয়াল হুইটম্যান

মৃত্যু নিয়ে ক্যাপশন

৫। যে মানুষ মারা যাচ্ছে তার উপর কোনো রাগ কোনো ঘেন্না থাকা উচিত নয়।”

মৃত্যু নিয়ে কবিতা

আপনারা অনেকেই মৃত্যু নিয়ে কবিতা খোঁজ করে থাকেন। তাদের জন্য আজকের এই পোস্ট। এ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু নিয়ে কবিতা তুলে ধরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

মৃত্যু নিয়ে কবিতা

-রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো মৃত্যু , তুমি যদি হতে শূন্যময়

মুহূর্তে নিখিল তবে হয়ে যেত লয়।

তুমি পরিপূর্ণ রূপ, তবে বক্ষে কোলে

জগত শিশুর মতো নিত্যকাল দোলে।

আমৃত্যুর দুঃখের তপস্যা

এ জীবন,

সত্যের দারুন মূল্য লাভ

করিবারে,

মৃত্যুতে সকল দেনা শোধ

ক রে দিতে।

শেষ কথা

আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে মৃত্যু নিয়ে ইসলামিক বাণী, ইসলামিক উক্তি, মৃত্যু নিয়ে কিছু কথা, মৃত্যু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, মৃত্যু নিয়ে ক্যাপশন, মৃত্যু নিয়ে কবিতা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে আজকের এই পোস্টটি ভাল লেগেছে।

Leave a Comment