নীরবতা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

নীরবতার মাদ্যমে যেমন একটি সমস্যার সমাধান হয় না। আবার নীরবতা ছাড়াও সমস্যা সমাধান হয় না। কারণ আপনি যদি কাজের বিষয় ছাড়া অনর্গল অপ্রয়োজনীয় কথাবার্তা বলে থাকেন তাহলে কাজের ক্ষেত্রে কোন কিছুই হবে না। শুধু অপ্রয়োজনীয়’ কথাবার্তা হয়ে যাবে। আপনি আপনার মেধা খাটিয়ে সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে যদি কাজ করে জান। আর তাতে যদি কাজে সফল হন সেক্ষেত্রে নীরবতাই থাকা ভালো।

দরুন আপনাকে কোরো সাথে কাজ করতে হচ্ছে। আপনাকে অনেকগুলো প্রশ্ন করছে। কিন্তু তার সাথে প্রয়োজনীয় কথাগুলো ঠিকঠাক মত না বলে নিরবতার মাধ্যমে কথা বলে যাচ্ছেন। তখন সে ভাববে তার কথায় আপনি সহমত। কাজ করার পরে দেখবেন আপনার ভাবনা আর তার ভাবনা আলাদা তখন কাজের ক্ষেত্রে এক ধরনের বিবাদ সৃষ্টি হবে।

তাই নীরবতা সমস্যার শুধু সমাধান নয়। যখন নীরবতা সাথে চলতে হবে তখন নীরবতা বজায় রাখাটাই ভালো কাজ। তাই আপনি নিজে বুঝে নিবেন কখন নীরবতা বজায় রাখতে হবে আর কখন রাখতে হবে না। নীরব থাকলে আপনার জন্য কতটা ভালো আর কতটা ক্ষতিকর কয়েকটি উক্তি পড়ে নিলে আপনি অনেক সহজেই বুঝতে পারবেন। তাই পোস্টটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইল

নীরব থাকা নিয়ে কিছু উক্তি

নীরব থাকা, চুপ থাকা ও নিস্তব্ধতা থাকা একই বিষয়। যারা চিন্তাশীল হয় তারা চুপ করে কাজ করে যায় অপ্রয়োজনীয় কথাবার্তা বলে না প্রয়োজন ছাড়া। তারা বেশিরভাগ সময় নীরব থাকেন ও সৃজনশীলতার সাথে কাজ করে থাকেন। তাছাড়া নীরবতার সাথে কাজ করলে সে কাজে মনোযোগ বৃদ্ধি পায়। এবং কাজে সফল হওয়া যায়। তাই সঠিক সময় নীরব থাকতে হবে কাজে মনোযোগ দিতে হবে। তাহলে সাফল্য পাওয়া যাবে।

নীরবতা নিয়ে উক্তি

আপনারা যারা নীরবতা নিয়ে উক্তি খুঁজছেন তাদের জন্য আজকের এই পোস্ট । আজকের এই পোস্টের মাধ্যমে আপনার মাঝে তুলে ধরেছি নিরবতা নিয়ে উক্তি। উক্তিগুলো নিচ  থেকে সংগ্রহ করে নিন।

১। আপনি যদি নিস্তব্ধতায় নিজের সাথে পর্যাপ্ত সময় ব্যয় করেন, তবে আপনার মাথার মধ্যে যা যা হয় তা অবাক হবেন”
-স্যান্ড্রা ষাঁড়

২।সবচেয়ে বাজে মিথ্যে গুলো সব সময় নীরবতার দ্বারাই সাধিত নয়।
— রবার্ট লুইস স্টিভেনসন

৩। যে তোমার নীরবতা বোঝে না সে হয়তো তোমার কথা বুঝবে না।

– এলবার্ট হুবার্ড

নীরবতা নিয়ে উক্তি

৪। আমি যদি সর্বদা নিরবতা এবং অস্পষ্টতার সাথে কাজ করতে পারতাম এবং তাদের প্রচেষ্টা দ্বারা আমার প্রচেষ্টাটি জানাতে পারি”

– শার্লট ব্রন্ট

নীরবতা নিয়ে স্ট্যাটাস

আপনারা যারা নিনীরবতা য়ে স্ট্যাটাস খুঁজছেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য। তাদের জন্য আজকের এই পোস্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

১। যখন শব্দগুলি অস্পষ্ট হয়ে যায়, আমি ফটোগ্রাফের সাথে ফোকাস করব। যখন ছবিগুলি অপর্যাপ্ত হয়ে যায়, আমি নীরবতায় সন্তুষ্ট থাকব।” – আনসেল অ্যাডামস

২।নীরবতা হলো একজন প্রকৃত জ্ঞানীর প্রতিত্তর।
— ইউরোপিডস

৩।নীরবতা অনন্তকালের মতো গভীর, বক্তৃতা সময়ের মতো অগভীর।” – টমাস কার্লাইল

৪। নীরবতা সম্মতির লক্ষণ।
— প্রবাদ

নীরবতা নিয়ে স্ট্যাটাস

৫। যে তোমার ভাষার প্রাধান্য দিতে পারে না নীরবতাই তার প্রতি সর্বোত্তম উত্তর।
— সংগৃহীত

নীরবতা নিয়ে ক্যাপশন

আপনারা যারা নীরবতা নিয়ে ক্যাপশন করছেন তাদের জন্য আজকের এই পোস্ট আজকের এই পোস্টের মাধ্যমে নিরবতা নিয়ে ক্যাপসন তুলে ধরা হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

১। মিথ্যা শুধু কথার দ্বারাই নয় বরং নীরবতা দ্বারাও তা করা যায়।
— এড্রিয়েনি রিচ

২। কথাবার্তা থেকে নীরবতা, অসহিষ্ণুদের কাছ থেকে সহিষ্ণুতা এবং অসম্পূর্ণ লোকদের কাছ থেকে দয়া শিখেছি; তবুও, আশ্চর্যজনক, আমি সেই শিক্ষকগুলির কাছে কৃতজ্ঞ। ”

– খলিল জিবরান

৩। যদি আমরা কেবল আমাদের বিশ্বাসীদের অপমানের জন্য কথা বলতে পারি তবে আসুন আমরা আমাদের জিহ্বা ধরে রাখি।”

– অ্যান ব্রন্টি

নীরব থাকা নিয়ে কিছু উক্তি

৪। তোমার প্রখর নীরবতা তোমার সম্মতিকে নির্দেশ করে।
— ইউরোপিডস

নীরবতা নিয়ে কবিতা

মনিরুল মরিক

যতই বলবে কথা
তার চাইতে ভালো নীরবতা
দোষগুণ সবকিছু ঢাকা।
আলগা প্রেমের গভীরতা

বারে আরো বিদ্যা বুদ্ধি,
ঘটে আরো চিত্তশুদ্ধি।

কবিতা ২

আমার হাতে কোনও শাবল ছিল না,
বাটালিও নয়,
তবু, এতদিন তিলে তিলে গড়ে তোলা দুর্গ
এক দুপুরের বৃষ্টিতে কীভাবে ধুয়ে গেল!
আর

ওই বিশাল পাথুরে অবরোধ-ই যে আড়াল করে রেখেছিল
হার্মাদের মত এক খ্যাপা নদী,
এতকাল
তা আমি জানতেও পারিনি।

সেই অর্গলহীন সজল
সারাদিন, সারারাত আমাকে ভাসিয়ে নিয়ে চলেছে।
ওই ভেসে যাচ্ছে আমার অঙ্গদ, শিরস্ত্রাণ,
আবরণহীন ভাসতে ভাসতে
আমি চড়তে পারছি

গাঢ় দীঘিকার চেয়ে সজল তোমার দু চোখের ভাষা,
আমি শুনতে পাচ্ছি
সমুদ্রের নাভি থেকে উঠে আসা
মারমেইডস-এর গলায় তোমার গান,

দিশেহারা, ওলোট-পালোট ঢেউয়ে
ধুয়ে যাচ্ছে আমার গার্হস্থ্য-সন্ন্যাস,
জোয়ারে জোয়ারে
এ তোমাকে কোথায় নিয়ে চলেছে,
আমার নীরবতা আমার ভাষা।

শেষ কথা

আপনাদের মাঝে নীরবতা নিয়ে উক্তি ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা তুলে তুলে ধরা হয়েছে। আশা করি আজকের এই পোস্টটি তথ্যবহুল হয়েছে। যদি আজকের পোষ্ট আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে য়ার করবেন।

Leave a Comment