আমাদের এই বাংলাদেশ সোনার বাংলাদেশ। আমাদের মাতৃভূমির প্রতি আমাদের ভালোবাসা ও দায়িত্ব রয়েছে। আমাদের এই বাংলাদেশ মুসলিম নাগরিক দেশ আমাদের দেশে শতভাগ মানুষ মুসলিম। আমাদের এই সোনার বাংলাদেশ হওয়ার পেছনে শহীদদের রক্তর ছোঁয়া লেগে আছে তাই আমরা এমন কোন কাজ করব না যে কাজের কারণে বাংলাদেশে অপমান করা হয়। স্বদেশের প্রতি অনুগত থেকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশমাতৃকার প্রতি ভালোবাসা সবার ইমানি দায়িত্ব ও পবিত্র কর্তব্য।
আপনারা যারা স্বাধীনতা নিয়ে বঙ্গ বন্ধুর উক্তি ও বাংলাদেশ নিয়ে উক্তি কবিতা ও ছন্দ খোঁজ করছেন। তাদের জন্য আজকের এই পোস্ট এ তুলে ধরা হয়েছে। তাই পোস্টটি সম্পূর্ণ করার অনুরোধ রইলো
স্বাধীনতা নিয়ে বঙ্গবন্ধুর উক্তি
বঙ্গবন্ধুর ভলা কিছু উক্তি তোলা ধরা হয়েছে এই পোস্টে। আপনারা অনেকেই স্বাধীনতা নিয়ে বঙ্গবন্ধুর উক্তি খোঁজ করে থাকেন তাই আজকের এই পোস্টে বঙ্গবন্ধুর যুক্তি তুলে ধরেছি।
১। কোনো জেল জুলুমই কোনোদিন আমাকে টলাতে পারেনি, কিন্তু মানুষের ভালবাসা আমাকে বিব্রত করে তুলেছে
–শেখ মুজিবুর রহমান
২। আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের মানুষকে ভালবাসি, সবচেয়ে বড় দূর্বলতা আমি তাদেরকে খুব বেশী ভালবাসি।
–শেখ মুজিবুর রহমান
৩। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!
–শেখ মুজিবুর রহমান
৪। যিনি যেখানে রয়েছেন, তিনি সেখানে আপন কর্তব্য পালন করলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না।
–শেখ মুজিবুর রহমান
৫। প্রধানমন্ত্রী হবার কোন ইচ্ছা আমার নেই। প্রধানমন্ত্রী আসে এবং যায়। কিন্তু, যে ভালোবাসা ও সম্মান দেশবাসী আমাকে দিয়েছেন, তা আমি সারাজীবন মনে রাখবো।
–শেখ মুজিবুর রহমান
সোনার বাংলাদেশ নিয়ে উক্তি
আপনারা যারা সোনার বাংলা নিয়ে উক্তি খুঁজছেন তাদের জন্য আজকের এই পোস্টে। এই পোস্টে সোনার বাংলা নিয়ে কিছু উক্তি তুলে ধরা হয়েছে। উক্তিগুলো নিচে দেয়া হয়েছে সংগ্রহ করে নিন।
১। বাংলাদেশ হলো সারা পৃথিবীর রানী ।
– হাবিবুর রাহমান
২। দেশপ্রেম হলো দেশের প্রতি ভালবাসা। কিন্তু আপনি আপনার দেশের জনগণকে ভালো না বেশে আপনার দেশকে ভালবাসতে পারবেন না। আপনাকে শপত করতে হবে না, তবে আমাদের একে অপরকে শক্তিশালী করতে হবে, আমাদের অবশ্যই সাধারণ সমস্যা গুলো খুঁজে বের করতে হবে, সবার ভালোর জন্য অমিল গুলো বাদ দিয়ে সেতুবন্ধন তৈরি করতে হবে ।
— কোরি বুকার
৩। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করাই আমার লক্ষ্য।
– শেখ হাসিনা
৪। স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন ।
— কাজী নজরুল ইসলাম
৫। বাংলাদেশ ধনী দেশ নয়, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়।
– শেখ হাসিনা
বঙ্গবন্ধু নিয়ে কবিতা
এই পোস্ট এর মাঝে বঙ্গবন্ধু নিয়ে কবিতা তুলে ধরা হয়েছে। অনেকেই বঙ্গবন্ধু নিয়ে কবিতা খোঁজ করে থাকে তাই আজকের এই পোস্টের বঙ্গবন্ধুর কিছু কবিতা তুলে ধরা হয়েছে কবিতা গুলো নিচে দেওয়া হল সংগ্রহ করে নিন।
১/
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
-অন্নদাশঙ্কর রায়
নরহত্যা মহাপাপ, তার চেয়ে পাপ আরো বড়ো
করে যদি যারা তাঁর পুত্রসম বিশ্বাসভাজন
জাতির জনক যিনি অতর্কিত তাঁরেই নিধন।
নিধন সবংশে হলে সেই পাপ আরো গুরুতর,
সারাদেশ ভাগী হয় পিতৃঘাতী সে ঘোর পাপের
যদি দেয় সাধুবাদ, যদি করে অপরাধ ক্ষমা।
কর্মফল দিনে দিনে বর্ষে বর্ষে হয় এর জমা
একদা বর্ষণ বজ্ররূপে সে অভিশাপের।
রক্ত ডেকে আনে রক্ত, হানাহানি হয়ে যায় রীত।
পাশবিক শক্তি দিয়ে রোধ করা মিথ্যা মরীচিকা।
পাপ দিয়ে শুরু যার নিজেই সে নিত্য বিভীষিকা।
ছিন্নমস্তা দেবী যেন পান করে আপন শোণিত।
বাংলাদেশ! বাংলাদেশ! থেকো নাকো নীরব দর্শক ধিক্কারে মুখর হও। হাত ধুয়ে এড়াও নরক।
২/
বাঙালি, একটি ফিনিক্সপাখি
-আখতারুজ্জামান আজাদ
আমরা বাহান্নতে মরেছি দলে দলে,
আমরা একাত্তরে মরেছি ঝাঁকে ঝাঁকে,
আমরা পঁচাত্তরে মরেছি সপরিবারে।
পরাজিত শক্তি যখন হেঁটে বেড়ায় বিজয়ীর বেশে,
যখন ফুলেরা কাঁদে, হায়েনারা হাসে;
যখন মানুষ ঘুমায়, পশুরা জাগে;
তখন আমার ঠিকানায় আসে সেই পুরনো পত্র,
তখন আমার কানে ভাসে সেই পুরনো ছত্র
“এ বা রে র সংগ্রাম আমাদের মু ক্তি র সংগ্রাম!
এ বা রে র সংগ্রাম স্বা ধী ন তা র সংগ্রাম!
জ য় বাং লা!”।”
বাংলাদেশ নিয়ে কবিতা
আপনারা যারা বাংলাদেশে নিয়ে কবিতা করছেন তাদের জন্য আজকের এই পোস্টে পোস্টে বাংলাদেশ নিয়ে কিছু কথা তুলে ধরা হয়েছে কবিতাগুলো নিচে দেওয়া হয়েছে সংগ্রহ করে নিন।
১/
বঙ্গমাতা
– রবীন্দ্রনাথ ঠাকুর
পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে
মানুষ হইতে দাও তোমার সন্তানে
হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহক্রোড়ে
চিরশিশু করে আর রাখিয়ো না ধরে।
দেশদেশান্তর-মাঝে যার যেথা স্থান
খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান।
পদে পদে ছোটো ছোটো নিষেধের ডোরে
বেঁধে বেঁধে রাখিয়ো না ভালোছেলে করে।
প্রাণ দিয়ে, দুঃখ স’য়ে, আপনার হাতে
সংগ্রাম করিতে দাও ভালোমন্দ-সাথে।
শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে
দাও সবে গৃহছাড়া লক্ষ্মীছাড়া ক’রে।
সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,
রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।
২/
স্বপ্নের বাংলাদেশ
– রুবিনা মজুমদার
এই শ্যামলী সবুজে ঘেরা বাংলা আমার দেশ
বাংলা আমার ভালোবাসা –
বাংলা আমার মাতৃভাষা – ।
বাংলা ভাষা জুড়াইয়াছে আমার প্রাণ
পল্লীগীতি , ভাটিয়ালী এই বাংলার গান !
এই হৃদয় জুড়ে রূপসী বাংলার ছবিটা
তাইতো বাংলায় লিখি গান ও কবিতা ।
এই বাংলার বুক জুড়ে আছে মায়ের স্নেহের মমতা
তাইতো এই বাংলার উঠোনে আমার অসীম ক্ষমতা ।
ষড় ঋতুর অপরূপ ছায়ায় ঘেরা সবুজ বাংলাদেশ
শীত , গ্রীষ্ম , বর্ষা শরৎ , হেমন্ত ও বসন্ত নিয়ে এইতো আছি বেশ ।
ভালোবাসি রূপসী বাংলার তরুপল্লবের শ্যামল ছায়া –
এই বাংলার মাটিতেই আপনজনের পরম মমতার স্নেহের মায়া !
বাংলার ঐতিহ্য বইমেলা , বৈশাখী মেলা ,
লালন ,হাসন আর বাউল গান ,
দেশ তোমায় ভালোবেসে উজাড় করি প্রাণ ।
কখনো চৈত্রের খরার তাপে হই শুকনো কাঠ
কখনো বর্ষার বৃষ্টিতে ভিজে হই ভেজা দাঁড় কাক।
বঙ্গবন্ধুকে নিয়ে ছন্দ
অনেকেই বঙ্গবন্ধু নিয়ে ছন্দ খোঁজ করে থাকেন । তাই আজকের এই পোস্টের কয়েকটা ছন্দ দেয়া হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে। ছন্দ নীচে দেয়া হয়েছে সংগ্রহ করে নিন
১/
আমাদের চাষীরা হল সবচেয়ে দুঃখী ও নির্যাতিত শ্রেণী এবং তাদের অবস্থার উন্নতির জন্যে আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পেছনে নিয়োজিত করতে হবে।
**যিনি যেখানে রয়েছেন, তিনি সেখানে আপন কর্তব্য পালন করলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না।
২/
এই বাংলার আকাশ-বাতাস, সাগর-গিরি ও নদী
ডাকিছে তোমারে বঙ্গবন্ধু, ফিরিয়া আসিতে যদি
হেরিতে এখনও মানবহৃদয়ে তোমার আসন পাতা
এখনও মানুষ স্মরিছে তোমারে, মাতা-পিতা-বোন-ভ্রাতা।
শেষ কথা
আজকের এই পোস্টে আমরা চেষ্টা করেছি স্বাধীনতা নিয়ে বঙ্গবন্ধুর উক্তি, সোনার বাংলা নিয়ে উক্তি, কবিতা ও ছন্দ তুলে ধরার। আশা করি আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।