শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস, স্মার্ট স্ট্যাটাস ও ছবি

সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক। এর মাধ্যমে আমরা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করি। ফেসবুক হচ্ছে সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মে নিজের মত করে পোস্ট করা যায়। তবে সেই পোষ্টটি যদি শিক্ষণীয় হয় তাহলে খারাপ কি। আপনি যখন একটি শিক্ষনীয় পোস্ট করবেন সেই পোষ্টটি যখন অন্য এক ব্যক্তি পড়বে। তখন তার কাছে সেই পোষ্টটি ভাল লাগবে এবং সে আপনার প্রশংসায় করবে বরং নিন্দা করবে না। তাই পোস্ট করার সময় একটু ভেবে দেখবেন যেন পোস্ট গুলো যেন সুন্দর হয়। আজকের এ পোস্টে অনেক শিক্ষনীয় স্ট্যাটাস, সহ ফেসবুক স্ট্যাটাস ছবি তুলে ধরা হয়েছে। এই গুলো আপনারা ফেসবুকে পোস্ট করতে পারবেন।

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস

আমরা অনেকেই ফেসবুকের স্মার্ট স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের জন্য আমরা বাছাই করা স্মার্ট স্ট্যাটাস গুলো তুলে ধরেছি। যা আপনারা ফেসবুকে স্ট্যাটাস গুলো দিতে পারবেন।

১। পৃথিবীতে মা বাবর পর,
সেরা সম্পর্কটা হলাে।-ভাই-বােনের

২। ভালো থাকুক পৃথিবীর ঐসব মানুষগুলো, যারা নিজের ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নেয়

৩। অতঃপর, নিশ্বাস নিতে কষ্ট হতে হতেই সব থেমে যাবে
কত্তোগুলো দেখা স্বপ্ন পূরন করা বাকী রয়ে যাবে ,কেউ জানবে না- কখনোই জানবে না

৪। যখন তোমাকে খুব মিস করি,, তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি-জানি সেখানে তোমাকে দেখব না.. কিন্তূ এই ভেবে শান্তনা পাই যে-দুজনে এক আকাশের নিচেই তো আছ।

৫। কিছু লেখক অকালেই ধুমড়ে পচে মরে যায় প্রিয়তমার নিদারুন অবহেলায়

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস

৬। গৌধুলি আলোর মোহনীয়তা গায়ে মাখলেই কাব্যিক হৃদয়ে রবীন্দ্রনাথ জেগে উঠে প্রিয়।

৭। ক্রমশ হয়ে গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি দু মুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি।

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

ছেলেদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস। এই পোষ্টে ছেলেদের নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়েছে। এই স্ট্যাটাস গুলো আপনারা ফেসবুকে পোস্ট করেতে পারবেন।

১। মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট
ভর্তি টাকা থাকেনা!
মাথা ভর্তি টেনশন থাকে।

২। মধ্যবিত্ত পরিবারের সন্তান
গুলাের পকেট ভরা টাকা নাই থাকুক…
বুক ভরা স্বপ্ন থাকে।

৩। যদি চলেই যাবে!
বিধ্বস্থ কাউকে স্বপ্ন
দেখানাের কি প্রয়ােজন ছিল।

৫। কান্নার জল সবাই দেখে.হৃদয়ের কষ্ট
কেও দেখেনা..পাওয়ার আনন্দ কিছু দিন থাকে
কিন্তূ না পাওয়ার বেদনা সারাজীবন
এ ও ভুলা যায়না।

৬। তুমি ভূল করেও, ভূল করোনি
তাই আমি অপরাধী।তুমি পথ দেখিয়েও,
পাশে হাটনি,তাই এখন আমি একলা হাটি।

৭। এমন কোন একদিন আসবে, যে দিন তুমি তোমার সব ভুল বুঝতে পারবে, আর আমাকে খুঁজবে , কিন্তু পাবে না । তখন অনেক দেরী হয়ে যাবে । তখন শুধু কান্নাই তোমার সঙ্গী হবে।

৮। পৃথিবীটা আবেগে না চললেও আমার মত
কিছু কিছু মানুষের কাছে আবেগের মূল্য অনেক-
কিছু কিছু মানুষ বেচে আছেই আবেগ গুলো নিয়ে।

৯। মেঘেরা বড়ই স্বার্থপর, এরা অল্প সময়ে
আকাশকে আপন করে আর অল্প সময়ে কাদিয়ে চলে যায়।

শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

অনেকে আছে যে ফেসবুকে শিক্ষনীয় পোস্ট করে অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত মনীষীদের বাছাই করা শিখনীয় স্ট্যাটাস। এই স্ট্যাটাস গুলো পড়লে আপনি অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে অন্যদেরকে জানাতে পারবেন।

১। রাত হলে।
-কেউ ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে.
–কেউ মৃত্যুর জন্য অপেক্ষা করে।

২। যখন ছােট ছিলাম তখন ভাবতাম
কবে বড় হবে।
কিন্তু তখন বুজিনি যে,বড় হবার
সাথে সাথেই আনন্দ গুলাে
কোথাও হারিয়ে যাবে।

৩। সকল কষ্টের সবচেয়ে ভালো ঔষধ হলো ধৈর্য।

৪। উৎকৃষ্ট জিনিস পেতে হলে কষ্ট করতে হয়।

৫। কষ্ট ভাগাভাগি করতে শেখো, এটি তোমাকে অনেক সাহায্য করবে।

৬। নিজেকে কষ্ট দেওয়া কোন সমস্যার সমাধান নয়, এর চরম পরিণতি আত্মহত্যা।

৭। উদ্দেশ্য ছাড়া কষ্ট অর্থহীন।

৮। বন্ধু তোমায় খুব বেশি মনে পড়ে
যেন পৃথিবীর সব হারিয়ে ফেলি,
একবার তুমি চোখের আড়াল হলে।
বন্ধু তুমি আমার ভালবাসার বাঁধন
আছো তুমি থাকবে ভালবাসায়,
আমার হৃদয়ে হাজার জনম জনম।

৯। ভালো একজন বন্ধু যতোই ভুল করুক ,
তাকে কখন্ও ভুলে যেও না।
কারন, পানি যতোই ময়লা হোক,
আগুন নিভাতে সেই পানিই
সবচেয়ে বেশি কাজে লাগে।

ফেসবুক স্ট্যাটাস ছবি

অনেকে আছে যে ফেসবুকে ছবি সহ স্ট্যাটাস দিতে চায়। তাই আমরা ছবিসহ ফেসবুকে স্ট্যাটাস আপনাদের মাঝে তুলে ধরেছি। এখান থেকে কষ্টের স্ট্যাটাস, মজার স্ট্যাটাস, ইমোশনাল স্ট্যাটাস সহ আরো অনেক ধরনের ছবি সহ স্ট্যাটাস পেয়ে যাবেন।

ফেসবুক স্ট্যাটাস ছবি1

ফেসবুক স্ট্যাটাস ছবি

স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস

অনেকেই আছেন যারা ফেসবুকে স্টাইলিশ স্ট্যাটাস দিতে পছন্দ করেন। তাই আপনাদের জন্য আমরা স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি। এগুলো আপনারা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবেন।

১। কিছু মানুষ কোনো দিনও বুঝবে না, তাদের ব্যবহার আর অবহেলায় আমরা কি পরিমাণ কান্না করছি।

২। সম্পর্কের মধ্যে যদি একে অপরের জন্য সময় না থাকে সেই সম্পর্কটা কেমন প্রাণহীন হয়ে পড়ে।

৩। আমার প্রিয় প্রতিটা জিনিস হয়তো হারিয়ে যায়,নয়তো ভেঙ্গে যায়, নয়তো অন্যের হয়ে যায়।

৫। “বন্ধু তো সবারই থাকে,তবে জড়িয়ে ধরে কাঁদতে পারারমত বন্ধু খুব কমই থাকে।

৬। তুমি যদি আমার না হও দুঃখ পাবো না, তুমি যদি আরেক জনের হয়ে সুখী হও, হিংসা করবো না । কিন্তু আমার চেয়ে বেশী ভালো কেউ তোমায় বাসতে

৭। মন দেখে ভালবেসো
ধন দেখে নয়
গুন দেখে প্রেম করো
রুপ দেখে নয়
রাতের বেলায় স্বপ্ন দেখো
দিনের বেলায় নয়
এক জনকে ভালবেসো
দশ জনকে নয়

৮। সাধারন হওয়াটাই একটা অসাধারন বিষয়, সবাই সাধারন হতে পারে না।
– হুমায়ুন আহমেদ

৯। আমি সবাইকে পাত্তা দেই না,
যাকে দেই সে আমাকে পাত্তা দেয় না।

শেষ কথা

আমরা আজকের এই পোস্টের মাধ্যমে চেষ্টা করেছি স্মার্ট স্ট্যাটাস, ছেলেদের ফেসবুক স্ট্যাটাস, শিক্ষনীয় স্ট্যাটাস, স্ট্যাটাস সহ ছবি দেওয়ার। আশা করি আপনাদের মাঝে আর্টিকেলটি তুলে ধরতে পেরেছি। যদি আজকের পোস্টটি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button