আজকের এই পোস্টে ভালো কাজ নিয়ে উক্তি তুলে ধরব। এই উক্তিগুলো পরলে আপনি আপনার কাজের ক্ষেত্রে অনুপ্রাণিত হতে পারেন। তাই পোস্টটি সম্পূর্ণ করার অনুরোধ রইলো। একটি ভালো কাজ দ্বারা যদি অন্যের ভালো হয় তাহলে সেই ভালো নিজের। একটি ভালো কাজ দেশ ও জাতির জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই আপনি যদি কোনো ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনি আপনার কাজের লক্ষ্যে এগিয়ে যান।
আপনি ভালো কাজ করলে আপনার পিছনে অনেক লোক লেগে থাকবে। তাদেরকে পাত্তা না দিয়ে আপনি আপনার কাজের লক্ষ্যে এগিয়ে যান। আপনার সামনে অনেক বাধা বিপত্তি আসবে যেহেতু আপনি ভালো কাজের সিদ্ধান্ত নিয়েছেন এবং কাজ এগিয়ে যাচ্ছেন। এই সমস্ত কিছু অতিক্রম করে আপনি যখন আপনার কাজে সফল হবেন দেখবেন আপনার মাঝে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। তাই আপনি যে কাজই করুনা কেন সে কাজের দিকে লক্ষ্য রাখবেন এই ধরা যেন অন্য কারো ক্ষতি না হয়।
সৎ কাজ নিয়ে উক্তি
জীবনে বেঁচে থাকার জন্য অবশ্যই কাজ করতে হয়। আমরা সকলেই কোন না কোন কাজের সাথে জড়িত। তবে শুধু কাজ করলে হবে না আপনি যে কাজ করছেন সে কাজটি সৎকাজ কিনা আপনাকে জানতে হবে। সৎকাজে পরিশ্রম করে আপনি সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেতে পারবেন। যারা সৎ কাজে নিয়োজিত তাদেরকে সবাই সম্মান করে তাদেরকে ভাল নজরে দেখে। একটি ভালো কাজ দ্বারা দেশ ও জাতির উন্নতি হয়। একটি শিশু বেড়ে ওঠে সমাজের পরিবেশের ওপর। আপনার সমাজ যদি সুশিক্ষিত হয় তাহলে সেই শিশু সুশিক্ষিত হবে, দেশ ও জাতির জন্য কাজ করে যাবে। আপনি যদি ভালো কাজ করেন আগামী প্রজন্ম ভালোর দিকে হাঁটবে। তাই আপনি যে কাজ করুন না কেন সেটা সৎ উদ্দেশ্যে সৎ কাজ করুন।
ভালো কাজ নিয়ে ইসলামিক বানী
যারা ভালো কাজ নিয়ে ইসলামের বাণী খোঁজ করছেন। তাদের জন্য আজকের এই পোস্ট। আপনি এই পোস্টে থেকে ভালো কাজের ইসলামিক বাণী পেয়ে যাবেন। ভালো কাজ নিয়ে ইসলামিক বাণী নিচে দেওয়া হয়েছে সংগ্রহ করে নিন।
১। যে একটি সৎকর্ম করবে, সে তার দশ গুণ পাবে ।
— সূরা আল আনাম ১৬০
২। যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম ( ভালো কাজ ) সম্পাদন করে- আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না।
— সূরা আল কাহফ- আয়াত: ৩০
৩। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে ।
— সূরা হা-মীম সেজদা ৩৩
৪। যারা ঈমান এনেছে এবং সৎকাজ ( ভালো কাজ ) করেছে , তারাই জান্নাতের অধিবাসী । তারা সেখানেই চিরকাল থাকবে ।
— সূরা বাকারা, আয়াত ৮২
৫। যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তাদের অভ্যর্থনার জন্যে আছে জান্নাতুল ফেরদাউস।
— সূরা আল কাহফ- আয়াত: ১০৭
ভালো কাজ নিয়ে উক্তি
অনেকেই ভালো কাজ নিয়ে উক্তি পেতে চায়। তাই আমরা তাদের জন্য ভালো কাজ নিয়ে উক্তি খোঁজ করছে তাদের জন্য ভালো কাজের উক্তি নিয়ে হাজির হয়েছি। বিখ্যাত মনীষীদের বলে যাওয়া উক্তি গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। তাই পোস্টটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইল।
১। ভালো কাজের ফলাফল ভালো কিছুই হয় । আর খারাপ কাজের ফলাফল খারাপই হয় ।
— অজানা
২। কাজের মধ্যে আত্মতৃপ্তি কাজের মধ্যে পরিপূর্ণতা আনে।
—- এরিস্টটল
৩। ভালোভাবে শুরু কাজ অর্ধেক সম্পন্ন হয় ।
—- হোরেস
৪। সুবিশাল এই মহাবিশ্বে আমরা যা কিছু প্রদান করব,তাই আমাদের কাছে ফিরে আসবে।
৫। সুবিশাল এই মহাবিশ্বে আমরা যা কিছু প্রদান করব,তাই আমাদের কাছে ফিরে আসবে।
কাজ নিয়ে উক্তি
আমরা আজকের এই পোস্টে কাজ নিয়ে উক্তি তুলে ধরেছি। এই উক্তিগুলো পড়লে আপনাদের মাঝে আত্মবিশ্বাস তৈরি হবে। আপনি আপনার কাছে অনুপ্রাণিত হতে পারেন। এসব উক্তি গুলো অবশ্যই বাছাই করে আনা হয়েছে। উক্তি গুলো নিচে দেয়া হয়েছে সংগ্রহ করে নিন
১। একটি ভালো কাজ চালিয়ে যাওয়ার মাধ্যমেই শিল্পী তার কৃতজ্ঞতা প্রকাশ করে ।
— ক্রিস জামি
২। দার্শনিক হিসেবে আমার অর্জন এই যে, যা আমি নিজে নিজে করি, অন্যরা তা করে আইনের ভয়ে।
—- এরিস্টটল
৩। ব্যস্ত থাকার অর্থ সর্বদা, বাস্তবে কাজ করাকে বোঝায় না”
—- টমাস আলভা এডিসন
৪। যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয়না”
—- স্বামী বিবেকানন্দ
৫। কর্মজীবি মানুষের ঘরে ক্ষুধা উকি মারে কিন্তু ঢুকতে সাহস পায় না।
—- বেঞ্জামিন ফ্রাংকলিন
ভালো কাজের ফেসবুকে স্ট্যাটাস
যারা ভালো কাজ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে চায় তাদের জন্য আজকের এই পোস্ট। এ পোস্টে ভালো কাজ নিয়ে কিছু স্ট্যাটাস তুলে ধরা হয়েছে। এই স্ট্যাটাস গুলো আপনারা আপনাদের ফেসবুকে পোস্ট করলে অন্যদের নজর কাড়তে পারবেন।
১। আমি ভালো করে কথা বলতে পারিনা, কিন্তু ভালো কাজ করতে পারি ।
— অমিত কালান্ত্রি
২। সামান্য কিছু অভাবের জন্য ভালো কাজ গুলি নষ্ট হয়ে যায় ।
— এডওয়ার্ড এইচ হরিম্যান
৩। শুরুতেই কঠিন কাজগুলো করা শুরু করো সহজ কাজগুলো আপনা আপনি হয়ে যাবে ।
— সংগৃহীত
৪। অসাধারণ সব কাজ করুন এবং সামনে এগিয়ে যান। আমি মনে করি আপনি যদি এমন কোনো কাজ করেন যা প্রশংসা কুড়ায় তাহলে আপনা উচিত আরো ভালো কোনো কাজ করা। একটি প্রশংসার কাজ নিয়েই বেশি দিন পড়ে থাকবেন না। সবসময়ই এরপর কী করা যায় তা নিয়ে ভাববেন।’
—- স্টিভ জবস
৫। সভ্যতার ধ্বংসের জন্য আগ্রাসন হচ্ছে সবচেয়ে খারাপ কাজ।
—- স্টিফেন হকিং
শেষ কথা
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্টে ভালো কাজ নিয়ে ইসলামিক বানী, উক্তি স্ট্যাটাস সৎ কাজ নিয়ে উক্তি তুলে ধরার। আশা করি আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে ।যদি ভালো লেগে থাকে আমাদের এই পোস্ট আমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।